আপডেট : ২২ June ২০১৮
আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি ক্রোয়েশিয়ার কাছে বাজে হারের জন্য ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। ম্যাচ চলাকালীন দর্শকদের জনরোষের শিকার হন তিনি। ম্যাচ শেষে বিশ্বকাপে এমন লজ্জার হারের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ওই হারে হতাশায় ভেঙে পড়েছেন আর্জেন্টিনা সমর্থকরাও। হারের দায়ভার একাই নিয়ে আর্জেন্টিনা কোচ জর্জ সামপাওলি বলেন,‘সবাই শুধু ক্যাবায়েরোকে একা দায়ী করছে। কিন্তু এটা ঠিক নয়। সব ব্যর্থতা আমার। আমি ওদের দল হিসেবে খেলার আত্মবিশ্বাস যোগাতে পারিনি। এ জন্য সমর্থকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি।’ এদিকে, অঘটন নয় যোগ্যতর দল হিসেবেই নক আউট পর্বে পা রেখেছে ক্রোয়েশিয়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে কোচ জলাতো দালিচ। অন্যদিকে, ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের এমন দুঃসহ হার কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা। এমন হারে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আলবিসেলেস্তেদের। দলের এমন বাজে অবস্থার জন্য ফুটবলারদের দায়ী করছেন সমর্থকরা। ম্যাচের শেষদিকে ক্রোয়েশিয়ার দেয়া তৃতীয় গোলের পর এক দর্শক বোতল ছুড়ে মারেন সাম্পাওলিকে লক্ষ্য করে। ধুয়োধ্বনি শোনান গ্যালারিতে থাকা দর্শকরা। নাইজেরিয়ার বিপক্ষে ২৬ জুন মাঠে নামবে সাম্পাওলি শিষ্যরা। গ্রুপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র আর পরের ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে ৩-০ গোলে হারার পর বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েছে বলা যায় আর্জেন্টিনা
বোতল ছোড়ার পর মাঠের নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যান যাতে এমন বিদ্রূপ আর ছড়িয়ে না পড়তে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১