বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০১৮

কারাগারে আমার মৃত্যু চেয়েছেন খালেদা জিয়া : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংরক্ষিত ছবি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চেয়েছিলেন আমি যেন কারাগারেই মারা যাই। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন। বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

শুক্রবার দুপুর ১২টার দিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াতো চিকিৎসা পাচ্ছেন। কাজের মেয়ে পেয়েছেন। অথচ আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় ডাক্তারের চেহারাও দেখি নাই। খালেদা জিয়াতো চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই।

খালেদা জিয়ার সিএমএইচে চিকিৎসা সম্পর্কে এরসাদ বলেন, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন। তার স্ত্রী হিসেবে তিনি সিএমএইচে চিকিৎসা নিতে পারেন। আমি নিজেও সেখানে চিকিৎসা নেই। এসময় এরশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা পাইনি আর উনি গো ধরে বসে আছেন ইচ্ছে অনুযায়ী চিকিৎসা নেবেন। এটা হতে পারে না।

মাদক অভিজান প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমি বিনা বিচারে মৃত্যুকে সমর্থন করি না। যারা যুবসমাজকে ধ্বংস করছে তাদের মৃত্যুতে আমাদের কোনও শোক নেই। মাদক দমন করতে গিয়ে কিছু লোক যদি মারাও যায় তা সকলের মেনে নেয়া উচিত। তবে শুধু চুনোপুটিদের ধরলে হবে না, গডফাদারদেরও ধরতে হবে।

সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, গাজীপুর, সিলেট, বরিশাল তিনটি সিটি করপোরেশনেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হবে। নানাবিদ কারণে তাদের অবস্থা বর্তমানে ভালো। তবে নির্বাচন প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১