বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০১৮

‘ঈদের বাজনা বাজেরে’

ঈদের বিশেষ ম্যাগাজিন অুনষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’ এর একটি দৃশ্য ছবি ইন্টারনেট


গত বছরের মতো এবারো ১০ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এটিএন বাংলা। আয়োজনের সপ্তম দিনে থাকছে ঈদের বিশেষ ম্যাগাজিন অুনষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’। অনুষ্ঠানটির উপস্থাপনা ও পরিচালানা করেছেন খন্দকার ইসমাইল।

বর্ণাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ‘ঈদের বাজনা বাজেরে’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন— আঁখি আলমগীর, শাফিন আহমেদ ও ব্যান্ড আভাস। ঈদের বাজারে কেনাকাটায় ভোগান্তি, ঈদের নতুন ফ্যাশন, বিশ্বকাপ ফুটবলসহ সমসাময়িক বিভিন্ন বিষয় হাস্যরসাত্মক স্কিটের মাধ্যমে উপস্থাপন করা হবে এবারের পর্বে। সঙ্গে থাকবে বিশ্বকাপ ফুটবলের থিম সংয়ের দলীয় নৃত্য। আজ রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ এ অনুষ্ঠানটি।

 

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১