আপডেট : ২০ June ২০১৮
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল। আর টানা দুই ম্যাচ হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফ্রিকার দল মরক্কো। লুজনিকি স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে গেল ইউরো চ্যাম্পিয়নরা। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌছে গেল পর্তুগাল। দুই ম্যাচের দুইটিতেই হেরে শুন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মরক্কো। ম্যাচে ৪ মিনিটই গোল আদায় করে নেয় পর্তুগাল। জোয়াও মৌতিনিয়োর ক্রসে একটু নিচু হয়ে চমৎকার হেডে বল জালে পাঠান রোনালদো। এবারে বিশ্বকাপের আসরে এটি রোনাল্ডোর চতুর্থ গোল। রাশিয়ার দেনিস চেরিশেভকে (৩) পেছনে ফেলে এককভাবে উঠে এলেন এবারের বিশ্বকাপের গোলদাতাদের তালিকার শীর্ষে। ম্যাচের নবম মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। তার শটটি একটুর জন্য লক্ষ্যে থাকেনি। মরক্কোও প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি আফ্রিকার এ দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ব্যবধান বাড়ানোর সুযোগ পান রোনালদো। তার শটটি একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ম্যাচের ৫৭ মিনিটে মরক্কো সমতায় আনার সুযোগ পেয়েছিল। কিন্তু বেলহানদার হেড অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছেন রুই প্যাত্রিসিও। ৬০ মিনিটে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া করেন মরোক্কোর অধিনায়ক মেধি বেনিতিয়া। আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে পর্তুগাল। একই সময়ে স্পেনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে মরক্কো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১