আপডেট : ২০ June ২০১৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। চলতি বছরের অক্টোবরেই গঠিত হবে নির্বাচনকালীন সরকার। এ সরকারের আকার ছোট হবে। তবে বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সকল দলের অংশগ্রহণেই হবে আগামী নির্বাচন। সে নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি না এলেও নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিতে কেন সংশয় প্রকাশ করছে তা আমার বোধগম্য নয়। কারণ, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তো বিএনপি অংশ নিচ্ছে।
মন্ত্রি আরো বলেন, বিএনপি কুমিল্লার সিটি নির্বাচনে জিতেছে, খুলনায় অংশ নিয়েছে, গাজীপুরে অংশ নিচ্ছে। বরিশাল এবং রাজশাহীতেও অংশ নিবে। এই সমস্ত নির্বাচনে যদি তারা অংশ নিতে পারে, তবে জাতীয় নির্বাচনে অংশ নিতে ভয় কোথায় সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।
ওবায়দুল কাদের বলেন, স্থানীয় নির্বাচনে সরকারের প্রভাব থাকলেও থাকতে পারে, তবে জাতীয় নির্বাচনে তো সরকারের কোনও প্রভাবই থাকবে না। তারপরেও নির্বাচনে অংশ নিতে তাদের কেন সংশয় সেটা তাদেরকেই জিজ্ঞাসা করুন।
বিএনপির আন্দোল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন করে কোনও কিছু আদায় করার শক্তি-সামর্থ্য কোনটাই নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১