আপডেট : ২০ June ২০১৮
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদা। বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলাবাহীনীর সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন। এ সময় তিনি বলেন, সিটি নির্বাচনে ভোটারদের নিরাপত্তার বিষয়টি আইন-শৃঙ্খলাবাহিনীকেই নিশ্চিত করতে হবে। এ বৈঠকে সিইসি নির্বাচনকে ঘিরে অইনশৃঙ্খলা বাহিনী যেন নিরপেক্ষ থাকে সেই নির্দেশনা দেন। নির্বাচনের আগেরদিন রাত থেকে আইন-শৃঙ্খলাবাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন। এ সময় তিনি ভোটকেন্দ্রে যে কোন ধরনের কারচুপি বন্ধ, ভোটররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনীকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন তিনি। খুলনা সিটি নির্বাচন সম্পর্কে সিইসি বলেন, ১৪ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা না থাকলেও কিছু বিতর্ক রয়ে গেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সব বিতর্কের উর্ধ্বে উঠে যেনো এ নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনীকে আরো সতর্ক হওয়ার নির্দেশ প্রদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১