বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০১৮

সমালোচনার মুখে মাইক্রোবাস পেলেন নারী ক্রিকেটাররা

নারী ক্রিকেট দলের যাতায়াতের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা করেছে বিসিবি ছবি সংগৃহীত


সমালোচনার মুখে এশিয়া কাপ জয়ী জাতীয় নারী ক্রিকেট দলের যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের জন্য নারী ক্রিকেটাররা লোকাল বাসে গেলেও ফেরার সময় পেয়েছেন শীতাতপ নিয়ন্ত্রিত তিনটি মাইক্রোবাস।

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় শিরোপা নিয়ে সদ্য ফেরা নারী ক্রিকেটারদের লোকাল বাসে অনুশীলনে যাওয়ার ছবি ও খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়।  এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপরেই ক্রিকেট বোর্ড নারী ক্রিকেট দলের বাহন বদলে দেয়।

নারী ক্রিকেট দল আগামী ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়ার আগে চট্টগ্রামে অনুশীলনে এসেছিল। ২২ জুন ঢাকায় ফিরে ২৩ জুন আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১