আপডেট : ২০ June ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, চলমান শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। আন্দোলনের ধরন পরিবর্তন করা প্রয়োজনে। খালেদা জিয়াকে মুক্ত করতে কার্যকর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ২০দলীয় জোটের মিটিং-এ ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিএনপি জামাত সহ বাকি সব দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আসন্ন চার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনবির নেতৃত্বাধীন জোটেদের সাথে বৈঠক করেন। এ সময় খালেদা জিয়ার মুক্তি নিয়ে জরুরি আলোচনা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১