বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০১৮

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১২৮ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় ১২৮ ব্যক্তি নিখোঁজ ছবি : রয়টার্স উইকে


ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় ১২৮ ব্যক্তি নিখোঁজ রয়েছে। সোমবার সন্ধ্যায় লেক তোবায় এই ফেরিডুবির ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় প্রশাসন গণমাধ্যমে এই নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে।

সোমবার সন্ধ্যায় ঝড়ো আবহাওয়ায় উত্তর সুমাত্রার ওই হ্রদটিতে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর সুমাত্রা অঞ্চলের টায়াগ্রাস বন্দরের কাছে এই ফেরি ডুবির ঘটনা ঘটে। প্বার্শবর্তী শহর মেদানের উদ্ধারকারী কর্তৃপক্ষের প্রধান বুদিওয়ান বলেন, বহুলোক তাদের স্বজনরা নিখোঁজ আছে বলে জানিয়েছেন। আমরা এমন ১২৮ জনের বিষয়ে নিশ্চিত হয়েছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১