আপডেট : ১৯ June ২০১৮
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে অন্তত ছয় শিশু নিহত হয়েছে। বিহারের রাজধানী পাটনা থেকে ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত আরারিয়া জেলার তারাবারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। আরারিয়ার জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু শর্মা জানান, সোমবার সকালে ১০টায় এ ঘটনা ঘটে। আরোহীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শিশু নিহত হয় এবং একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় গাড়ি থেকে তিন আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। হিমাংশু শর্মা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তারা বাড়ি ফিরছিলেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১