আপডেট : ১৯ June ২০১৮
ওয়ানডে র্যাংকিংয়ে এখন বাংলাদেশের একধাপ উপরে অবস্থান অস্ট্রেলিয়ার। ৩৪ বছরের মধ্যে এই প্রথম এত খারাপ অবস্থানে অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের এমন অবস্থা হবে সেটা দেখেও বিশ্বাস করার মতো না। ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অজিরা এখন ইংল্যান্ডে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরেছে অস্ট্রেলিয়া। তাই তাদের এই অবস্থান। ১০২ পয়েন্ট নিয়ে রেটিংএ ষষ্ঠ অবস্থানে অস্ট্রেলিয়া। আর ৯৩ পয়েন্ট নিয়ে তার ঠিক একধাপ উপরে অবস্থান বাংলাদেশের। ২০১৬-১৭ সালে এখন পর্যন্ত ২৩টি ওয়ানডের মাত্র ৯টি ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। ১২৪ পয়েন্ট নিয়ে রেটিংএর ১ম অবস্থানে আছে ইংল্যান্ড। দুই নম্বরে ভারত, তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা, চার নম্বরে নিউজিল্যান্ড। ১০২ পয়েন্ট নিয়ে রেটিং এ পাঁচ নম্বরে পাকিস্তান। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান। তার পরেই অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের অবস্থান সপ্তমে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১