বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০১৮

চিকিৎসায় সেনাবাহিনীর উপর আস্থা নয় কেন : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সংরক্ষিত ছবি


বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু মেডিকেল এবং সিএমএইচ সেনাবাহিনী দ্বারা পরিচালিত। বিএনপি সবসময় নির্বাচনে সেনাবাহিনী চায়, কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হাসপাতালে তাদের ভরসা নেই কেন?

আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, আমি বুঝি না একজন অসুস্থ মানুষ তার পছন্দের হাসপাতাল না হওয়ায় চিকিৎসা না নিয়ে সময়ক্ষেপণ করেন কিভাবে? অসুস্থ রোগীকে তো যে হাসপাতালে নেবেন সেখানেই যাওয়ার কথা।

তোফায়েল আহমেদ বলেন, এবারের ঈদ ভালো হয়েছে। হাজার হাজার মানুষ গ্রামে গেছেন। সরকারের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করেছি। অনেকে মনে করেন, সামনে নির্বাচন তাই সাহায্য-সহযোগিতা করেছি। এটা ঠিক না। আমরা সবসময়ই সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করি।

মন্ত্রী আরো বলেন, এবার নিত্যপণ্যের দাম সহনীয় ছিল। দাম সহনীয় থাকায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১