আপডেট : ১৪ June ২০১৮
অপেক্ষার প্রহর শেষ। পর্দা উঠলো রাশিয়া বিশ্বকাপের। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হয়েছে সৌদি আরব। ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস উন্মোচন করেন এবারের বিশ্বকাপের শিরোপা। লুঝনিকির মাঠে অপেরার জাদু নিয়ে এরপর ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করা হয় । সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই। পর্দা ওঠার পাট তো চুকল। এবার পালা মাঠের বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আধা ঘণ্টা পর রাত ৯টায় স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়েই শুরু হয় বিশ্বকাপের ২১তম আসরের। রাশিয়ার পক্ষে আসরের প্রথম গোলটি করেন ইউরি গাজিনস্কি। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১