আপডেট : ১৪ June ২০১৮
সচেতনতাই এনে দেবে আমাদের মুক্তি। 'চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর পুরান ঢাকায় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে প্রচারণায় নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম। মো. তরিকুল ইসলামের নেতৃত্বে প্রায় কয়েকশ নেতা-কর্মী হাতে হাতে লিফলেট, ব্যানার, ফেসটুন নিয়ে পুরান ঢাকার অধিকংশ বাড়ি, মহল্লাহ এমনকি ব্যক্তি পর্যায়য়ে এই গণসচেতনতা তৈরি করছে। তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টা থেকে তাদের এই প্রচারণা শুরু হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে । রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ পুরান ঢাকার শাঁখারীবাজার, রায়সাহেব বাজার, জর্জকোট এলাকা, সদরঘাট, ইসলামপুর, বাবুবাজার, সুত্রাপুর, ওয়ারী এলাকায় এ প্রচার অভিযান চালানো হয়। ছাত্রলীগ সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক এখন কেবল রাষ্ট্রীয় সমস্যা নয়, একটি পারিবারিক সমস্যাও। মাদক নির্মূল করা এখন আমাদের ব্যক্তিগত প্রয়েজন।’ তিনি আরো বলেন, ‘আমাদের নিজেদের প্রয়োজনে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে প্রথমত আমাদের অধিক সচেতন হতে হবে। সচেতনা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। প্রতিটি পরিবারকে তার প্রতিটি সদস্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রত্যেক মা বাবাকে তার সন্তানের খোজ খবর নিতে হবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১