আপডেট : ১৩ June ২০১৮
ভারতের উত্তর প্রদেশে একটি বাস উল্টে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার সকালে উত্তর প্রদেশের মৈনপুরি জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার ডিভাইডারকে আঘাত করে। এরপর বাসটি উল্টে যায়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটির চালকও আহত হয়েছেন। বাসটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে উত্তর প্রদেশের কানুজ জেলায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৯০ যাত্রী ছিল। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আহতদের যথাযথ চিকিৎসার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১