আপডেট : ১৩ June ২০১৮
আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে সেরা অফ্রিকান স্ট্রাইকারদের র্যাঙ্কিং প্রকাশ করেছে গোলডটকম। এই র্যাঙ্কিংয়ে শীর্ষে যায়গা করে নিয়েছেন সেনেগালের তারকা স্ট্রাইকার সাদিও মানে। এবারের বিশ্বকাপে নতুন মাত্রা যোগ করেছে সেনেগালের অর্ন্তভূক্তি। সবদিক থেকে আলোচনায় এই দল। বাছাই পর্বে তাদের খেলায় শক্তির যে পরিচয় পাওয়া গেছে তাতে অনেকে বড় দলেরই ঘুম হারাম। আর এই সেনেগালের মুল হাতিয়ারই হলো স্ট্রাইকার সাদিও মানে। পশ্চিম আফ্রিকার এই তারকা ফুটবলার ক্লাব ফুটবল খেলেন লিভারপুলের হয়ে। গতবারের প্রিমিয়ার লিগে তার করা গোলের সংখ্যা ১০। চ্যাম্পিয়ন্স লিগেও তার গোলের পরিসংখ্যান একই। তার খেলার ঢংয়ে ফুটবল বোদ্ধারা মিশরের জনপ্রিয় ফুটবলার মোহাম্মদ সালাহ-এর ছায়া খুঁজে পাচ্ছেন। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ওদিনো ইঘালো। তৃতীয় স্থানে আছেন সেনেগালের দিয়াফ্রা সাখো। চতুর্থ স্থান দখল করেছেন নাইজেরিয়ায় কেলেচি ইহিয়ানাচো। র্যাঙ্কিংয়ে পঞ্চমে রয়েছেন মরক্কোর আইয়ুব এল কেবি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১