বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০১৮

মীনা বাজার নন্দনসহ ৬০ প্রতিষ্ঠানকে জরিমানা

কারওয়ান বাজারে গতকাল র‌্যাবের ভেজালবিরোধী অভিযান ছবি - বাংলাদেশের খবর


রাজধানীতে গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ঢাকা মহানগর পুলিশের চালানো আলাদা অভিযানে ৬০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাজার তদারকি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় পণ্যের মোড়কে সর্বোচ্চ বিক্রয়মূল্য (এমআরপি) লেখা না থাকা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং ভেজাল পণ্য বিক্রয়ের অপরাধে সুপারশপ মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই এলাকায় একই ধরনের অপরাধে নন্দন সুপার শপ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিন ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনীর নেতৃত্বে এ তদারকি পরিচালনা করা হয়। মাসুম আরেফিন বলেন, ‘এর আগেও মীনা বাজারকে জরিমানা করা হয়েছিল। তারপরও তাদের পণ্য বিক্রিতে অসঙ্গতি রয়ে গেছে। তাদের পণ্যে এমআরপি থাকে না। আরো অভিযোগ এ সুপারশপ প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় করে না এবং ভেজাল পণ্য বিক্রয় করে। এসব কারণে তাদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

অপরদিকে এ দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজার এলাকায় নোংরা পরিবেশে খাবার রান্না, বাসি-পচা খাবার বিক্রিসহ আরো কয়েকটি আভিযানে চারুলতা রেস্টুরেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার দুই সুপারশপের পাশাপাশি অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে কোল্ড স্টোনকে ২ লাখ টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ক্লিউ পেট্রা বিউটি সেলুনকে এক লাখ টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন, ভেজাল পণ্য বিক্রয় ও প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ইনফিনিটিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের আরেকটি টিম সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে রামপুরা থানা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে।

একই দিনে দেশব্যাপী ১৮টি জেলায় বিভিন্ন অপরাধে আরো ৫১টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সব মিলে এ দিন ৬০টি প্রতিষ্ঠানকে মোট ১৮ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১