আপডেট : ১০ June ২০১৮
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে চাচাতো তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হল- জমির মাতুব্বরের মেয়ে জিমি (৮) ও ছেলে সাজ্জাদ (২) ও বাসার মাতুব্বরের মেয়ে মিম (৭)। বাসার মাতুব্বর ও জমির মাতুব্বর দুই ভাই। নুরুল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম জানান, আজ এলাকার মসজিদে ইফতারের অনুষ্ঠান ছিল। তাই জামিলদি মাতুব্বরের বাড়ির সবাই ইফতার বানানোর কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে বাড়ির তিন শিশু পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে না পেয়ে পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ করে। তারা পুকুরে নেমে তিনজনকে উদ্ধার করে। এরপর সদরপুর জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১