বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০১৮

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধে হত্যা

খুলনায় সম্রাট খান (১১) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে প্রতীকী ছবি


খুলনায় সম্রাট খান (১১) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকল শনিবার সকাল ৮টার দিকে নগরীর দৌলতপুরস্থ পাবলা দফাদারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সম্রাট স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী জাহিদ খানের ছেলে। পুলিশ ঘটনাটি রহস্যজনক বললেও নিহতের পরিবারের দাবি, চুরির ঘটনা দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সকালে বাবা জাহিদ খান ঘরের দরজা খুলে তার বড় মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে যান। এর কিছু সময় পর তার মাও পাশের বাড়িতে যান। ঘরে একাই ঘুমিয়ে ছিল সম্রাট। সকাল সাড়ে ৮টার দিকে তারা ঘরে ফিরে আসে। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পায়। পরে সম্রাটকে ডাকাডাকি করলে সে আর ঘুম থেকে ওঠেনি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

পরিবারের লোকজনের ধারণা, ঘরের দরজা খোলা পেয়ে হয়তো চোর ঢুকেছিল। কিন্তু সম্রাট দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। তবে স্থানীয়দের ধারণা, সম্রাট বুদ্ধিপ্রতিবন্ধী থাকায় প্রায়ই পরিবারের জিনিসপত্র ভাঙচুর করত। এ কারণে পরিবারের কেউ বিরক্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করতে পারে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১