বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০১৮

মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ড

খালাস চেয়ে আপিল আলবদর কমান্ডারের

কুখ্যাত আলবদর কমান্ডার মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন ফকির সংরক্ষিত ছবি


একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত আলবদর কমান্ডার মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন ফকির তার দণ্ড মওকুপ চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। গতকাল বৃহস্পতিবার তার পক্ষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন আপিলটি দায়ের করেন।

রিয়াজ উদ্দিন ফকির আলবদর সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের ভিত্তিতে ২০১৬ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে একই বছরের ১৮ ফেব্রুয়ারি তিন আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর দাখিল করেন প্রসিকিউশন। তদন্তকারী কর্মকর্তা মো. আতাউর রহমান ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে ১ বছর ৪ মাস ৭ দিনে তদন্তকাজ শেষ করেন।

রাষ্ট্রপক্ষের আবেদনে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর ২০১৬ সালের ১১ আগস্ট আমজাদ আলী ও রিয়াজ উদ্দিন ফকিরকে ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ ও ভালুকজান গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ট্রাইব্যুনালে সোপর্দ করার উদ্দেশে ময়মনসিংহ থেকে দুই আসামিকে নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে তাদের বহনকারী প্রিজন ভ্যান। দুর্ঘটনায় চার পুলিশ ও আসামি আমজাদ আলী গুরুতর আহত হন। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসামি আমজাদ আলী। আর পলাতক অবস্থায়ই ওয়াজ উদ্দিন মারা যান। হেফাজতে থাকা রিয়াজ উদ্দিন ফকিরকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।

এ মামলায় শুরুতে তিনজন আসামি ছিলেন। এর মধ্যে আসামি আমজাদ আলী গ্রেফতারের পর মারা গেলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। আর অভিযোগ গঠনের আগে পলাতক আসামি ওয়াজ উদ্দিন মারা গেলে তার নামও বাদ দেওয়া হয়।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হত্যা, ধর্ষণ, গণহত্যার দায়ে তখনকার আলবদর কমান্ডার রিয়াজ উদ্দিন ফকিরকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১