আপডেট : ১০ June ২০১৮
মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নগরীর ২২ খালসহ ময়ূর নদীর স্রোতধারা ফিরিয়ে এনে নদীকে বাঁচানোর দাবিতে পদযাত্রা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। গতকাল শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগের আয়োজনে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এ পদযাত্রা শুরু হয়ে গল্লামারী হয়ে ময়ূর নদীর লিনিয়ার পার্ক ঘাটে গিয়ে শেষ হয়। এ পদযাত্রায় স্কুল-কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষ অংশ নেন। জন-উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে ইসরাত আরা হিরা ও জন-উদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেনের পরিচালনায় বক্তব্য দেন জলমা ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, ওয়ার্কার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, এসএম সোহরাব হোসেন, শাহ লায়েকুজ্জামান প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১