আপডেট : ১০ June ২০১৮
ময়মনসিংহের গৌরীপুরে থানায় গিয়ে এক এএসআইকে বেধড়ক মারধর করেছেন আওয়ামী লীগ নেতা রুকনুজ্জামান। তিনি পল্লব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাদক সেবনের অভিযোগে গ্রেফতারকৃতদের ছাড়াতে না পেরে তিনি এ কাণ্ড ঘটান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে ইতোমধ্যে ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ জানান, গত শুক্রবার রাতে তিন মাদকসেবীকে আটক করে আমরা থানায় নিয়ে আসি। গতকাল শনিবার সকালে তাদের ছাড়াতে থানায় আসেন রুকনুজ্জামান। আসামি না ছাড়ায় এএসআই হাসানুজ্জামানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তিনি আরো জানান, একপর্যায়ে এএসআইকে মারতে শুরু করেন রুকনুজ্জামান। মারতে মারতে তাকে থানার ভেতর থেকে বাইরে নিয়ে যান। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। মারধরে এএসআইয়ের পোশাকের বোতাম ও নেমপ্লেট ছিঁড়ে গেছে। পরে এএসআই হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি দেলোয়ার আরো জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সে মামলায় রুকনুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১