আপডেট : ০৯ June ২০১৮
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। শনিবার সকালে সাতকানিয়ার কেরাণীহাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীসহ ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন সাতকানিয়ার আবদুর রাজ্জাক ও নাসরিন সুলতানা নামের এক নারী। পরে আহত অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১