আপডেট : ০৯ June ২০১৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আধুনিক লেবার রুম, সিজার ওটি ও পোস্ট অপারেটিভ কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের অষ্টম তলায় অবস অ্যান্ড গাইনি বিভাগে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। উদ্বোধনকালে উপাচার্য জানান, পোস্ট অপারেটিভ কমপ্লেক্সে রয়েছে লেবার রুম, কাউন্সিলিং কক্ষ, বেবি কেয়ারের ব্যবস্থা, ছয় শয্যার এইচডিইউসহ ১২ শয্যার পোস্ট অপারেটিভ কক্ষ, দুটি আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) ইত্যাদি। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের জরুরি অস্ত্রোপচার, প্রসবকালীন, প্রসব পরবর্তীসহ একলামশিয়া রোগীদের উন্নত, আধুনিক ও ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ সেবা চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউর বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১