বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০১৮

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩

ধানমন্ডিতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি


রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. মনিরুল (৪০), মো. মোকলেছ (৩০) ও মো. সাইদুল (৩২)।

ওই ভবন নির্মাণকাজের সুপারভাইজার জামাল হোসেন জানান, ধানমন্ডির ৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে কনকর্ড টাওয়ারের ১৩ তলা ভবনের বাইরে মাচা বেঁধে তিন শ্রমিক কাজ করছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ মাচা ভেঙে তারা নিচে পড়ে যান। সহকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মোকলেছ ও মনিরুল নামের ২ শ্রমিককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাদের বিশদ পরিচয় জানা যায়নি। এ পর্যন্ত কোনো স্বজনও আসেনি। অন্যদিকে সাইদুলকে নেওয়া হয় পার্শ্ববর্তী সেন্ট্রাল হাসপাতালে। সেখানে নেওয়ার পর সেও মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১