আপডেট : ০৯ June ২০১৮
আমাদের পৃথিবীর দিনগুলো ভবিষ্যতে ২৪ ঘণ্টার বদলে ২৫ ঘণ্টা হবে! বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন। চাঁদ পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাওয়ায় এমনটা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গবেষণাটি যৌথভাবে করেছেন ইউনিভার্সিটি অব কলাম্বিয়া ও ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের গবেষকরা। তাদের গবেষণাপত্রটি সম্প্রতি ছাপা হয়েছে ‘প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে। তাতে বিজ্ঞানীরা জানান, ১০০ কোটিরও বেশি বছর আগে পৃথিবীতে একদিনের সময়কাল ছিল মাত্র ১৮ ঘণ্টা। বর্তমানে এটা ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এই সময় আরো বাড়বে। তারা জানান, এই মুহূর্তে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। কিন্তু প্রতিবছর চাঁদ পৃথিবী থেকে ৩ দশমিক ৮২ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। নিজস্ব কক্ষপথে ঘোরার সময় চাঁদের যে গতি থাকে, পৃথিবী তার চেয়ে তিন ঘণ্টা বেশি গতিতে নিজ কক্ষপথে ঘোরে। বিজ্ঞানীরা বলছেন, দূরত্ব বেড়ে যাওয়ার কারণে চাঁদ ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির হেরফের ঘটছে। নির্দিষ্ট করে বলতে গেলে, এই হেরফেরের কারণে পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তনের গতি কমে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর দিনরাতের ব্যাপ্তি বাড়ছে। বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন, পৃথিবীর দিনরাতের ব্যাপ্তি প্রতিবছর এক সেকেন্ডের ১ হাজার ভাগের ৭৪ ভাগ বাড়ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১