আপডেট : ০৮ June ২০১৮
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তার সব বাজেটই নির্বাচনী বাজেট। মানুষ পছন্দ করবে এমন বাজেটই তিনি দেন। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে ২০১৮-১৯ অর্থবছরের জন্য বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। মোট চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘আমার সব বাজেট নির্বাচনী বাজেট। তা তো হবেই। আমি একটি দলের সদস্য এবং একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমার বাজেট তো এমন হবেই যেটা মানুষ পছন্দ করবে। এবং পছন্দটা করবে একদিনের জন্য না, জাস্ট ইলেকশনের বছরের জন্য না, প্রত্যেক বছর ধরে পছন্দ করবে।’ তিনি বলেন, ‘এবারের বাজেটে আমি বলেছিলাম যে নতুন কর-টর দেওয়া হবে না। মোটামুটিভাবে সেই কথা রাখতে সক্ষম হয়েছি।’ অর্থমন্ত্রী আরো বলেন, ‘এবং আমার মনে হয় যেসব আলোচনা দেখেছি সংবাদ মাধ্যমে তাতে আমার তেমন কিছু বলার নেই। তবে কয়েকটি সংবাদ মাধ্যমের বক্তব্যের ব্যাপারে আমার দারুণ আপত্তি আছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১