আপডেট : ০৮ June ২০১৮
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের প্রতিটি বাজেটই জনবান্ধব ও গণমুখী। এ বাজেটে সাধারণ মানুষ লাভবান হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট দেয়া হয়নি। এ বাজেটের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে। এতেই দারিদ্র্য বিমোচন হবে। আজ শুক্রবার দুপুরে ভোলা সদরে জাকাতের কাপড় বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। এ বছরের বাজেট সব মহলে প্রশংসিত হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বাজেটে ব্যবসায়ী থেকে শুরু করে নিম্নস্তরের মানুষও উপকৃত হবে। কিন্তু বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করছে।
বিএনপি নির্বাচনে যোগ দেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, অস্তিত্ব রক্ষা করার জন্য বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে। তারা অতীতে যে ভুল করেছে তা উপলব্ধি করছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মনির টুলু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ দলীয় বহু নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১