বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০১৮

বিদ্যুৎ ঝলকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃত্যু

বজ্রপাত সংরক্ষিত ছবি


বজ্রপাতের সময় বিদ্যুৎ ঝলকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির। নিহত এইচ এম রমেশ (৪৩) ভারতের চেন্নাইয়ের বাসিন্দা। তিনি গত বুধবার তামিলনাড়ুর থিরুভাল্লুতে ঝড়ের সময় সেলফি তুলতে গিয়ে মারা যান। ঝড়ের সময় তিনি তার বন্ধুর চিংড়ির ঘেরে ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকাল সাড়ে ৩টায় রমেশ বিদ্যুৎ ঝলকের সঙ্গে তার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে একটি সেলফি তোলার চেষ্টা করেন। ঠিক সেই সময় তিনি বজ্রাহত হন। তার মুখে এবং বুকে ক্ষত রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হাতে তার মরদেহ হস্তান্তর করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১