আপডেট : ০৮ June ২০১৮
রাজধানীর উত্তরায় বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পোশাককর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন সড়ক অবরোধ করে ফ্যাশন ফ্লাশ লিমিটেডের কর্মীরা। প্রায় ৬-৭শ কর্মী বোনাসের দাবিতে ওই সড়ক অবরোধ করেন। এ সময় তারা বলেন, আমাদের নিয়োগের সময় বলা হয়েছে দুই ঈদের বোনাস দেওয়া হবে। কিন্তু মালিক এখন শুধু বেতন দিয়েছেন; বোনাস দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এজন্য আমরা রাস্তায় নেমেছি। বোনাস না দেওয়া পর্যন্ত রাস্তায় আন্দোলন করে যাওয়ারও ঘোষণা দিয়েছেন পোশাককর্মীরা। এ সময় পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে দিলেও মালিক বোনাস দিতে অস্বীকৃতি জানানোয় আবারো সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১