বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০১৮

মেঝে পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে ইন্টারনেট


প্রধানমন্ত্রী বলতেই আমাদের মনের মধ্যে ভেসে ওঠে নিরাপত্তার চাদরে মোড়া এমন একজনের কথা যে জীবনে কায়িক পরিশ্রম করেনি বা তাকে কখনো করতে হয়নি। কিন্তু আমাদের এ ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে। খবর বিবিসি।

সম্প্রতি তার হাত থেকে কফির মগ মেঝেতে পড়ে যায়। তখন তিনি নিজেই মেঝে পরিষ্কার করেন। হাতে এক মগ কফি আর কিছু কাগজপত্র নিয়ে তড়িঘড়ি পার্লামেন্টের ভেতর দিয়ে হাঁটার সময় মার্কের হাত থেকে সেটি পড়ে যায়। সঙ্গে সঙ্গেই তিনি মগ এবং তার ঢাকনা তুলে ফেলে দেন। এরপর পাশে দাঁড়ানো এক পরিচ্ছন্নকর্মীর হাত থেকে ঘরমোছার লাঠি (মপ) নিয়ে নিজেই মেঝে পরিষ্কার করতে শুরু করেন। তার উদ্দেশ্য ভালো হলেও মেঝে পরিষ্কার করার কাজে তিনি মোটেও পটু নন। তাই পরিচ্ছন্নকর্মীরা তাকে দেখিয়ে দেন কী করে মেঝে পরিষ্কার করতে হয়। প্রধানমন্ত্রীর মেঝে পরিষ্কার করার এই ভিডিওটি গত সোমবার প্রথম টুইটারে প্রকাশ করেন এক কূটনৈতিক সিস ভ্যান বিক। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। একজন প্রধানমন্ত্রী হয়েও এমন কাজ করার জন্য মার্ককে অনেকেই সাধুবাদ জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১