আপডেট : ০৬ June ২০১৮
চাঁদপুরে মতলব উত্তরে অপহরণের পাঁচদিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সাদল্যাপুর এলাকার একটি সেতুর নিচে তানজিলা আক্তার (৫) মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। তানজিলা উপজেলার সটাকি গ্রামের দিনমজুর মো. হারুনের মেয়ে। গত ১ জুন শুক্রবার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। মতলব থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক জানান, তানজিলার খোঁজ না পেয়ে তার বাবা-মা গ্রামে খুঁজতে বের হলে জানতে পারেন চাচাতো ভাই নূরুল আমিনের ছেলে আমান উল্লাহর সঙ্গে তাকে মোটর সাইকেলে দেখা গেছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ নুরুলকে আটক করলে সে তানজিলাকে অপহরণের কথা স্বীকার করে। পরে নূরুল আমিনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি অপহরণ মামলা করেছেন বলে জানিয়েছে ওসি আনোরুল হক। তিনি জানান, অভিযুক্ত আমান উল্লাহকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অপহরণ ও হত্যার রহস্য উৎঘাটিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১