আপডেট : ০৬ June ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সেনাবাহিনী থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার সকালে বরিশালে ইভিএমের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। কে এম নুরুল হুদা বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী নয়, তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ইভিএম সম্পর্কে সিইসি বলেন, ইভিএম-এর ব্যবহার বাড়ানো গেলে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো সব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে কে এম নুরুল হুদা বলেন, বহুদিন থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে আসছিল বিএনপি। তারা বলছে, আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সরকারের দলীয় অনুগত বাহিনীর মতো কাজ করছে। তাই তাদের পক্ষে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভয়মুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সেনাবাহিনী প্রয়োজন। বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে সিইসি বলেন, তারা নির্বাচন আসবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু কোন দল নির্বাচনে আসবে বা আসবে না এমন কিছু বিষয়ে নির্বাচন কমিশন কমিশনের আলাদা ভাবে উদ্যোগ নেয়ার ক্ষমতা নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১