আপডেট : ০৬ June ২০১৮
জায়গা দখল করে মসজিদ নির্মাণকে ধর্মের অপব্যবহার বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এ ধরনের মসজিদে নামাজ পড়লে তা আদায় হবে না বলেও উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইইউসিএন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নদীর জমি দখলের বিষয়ে এক বক্তব্যে মন্ত্রী বলেন, ‘নদীর পাড়ের যেই জায়গার কথা আপনারা বলছেন, এই বিষয়টি আমাদের নজরে আছে। অভিযানের সময় আমি নিজে দেখেছি লোকজন ধর্মকে ব্যবহার করছে। জায়গা দখল করে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছে। এর পাশে এমনভাবে মসজিদ বানিয়েছে যে কিছু ভাঙতে হলে মসজিদ ভাঙতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমার ধর্ম সম্পর্কে জ্ঞান কম। কিন্তু এটা জানি যে, জায়গা দখল করে মসজিদ বানিয়ে তাতে নামাজ পড়লে তা আদায় হয় না। কিন্তু আপনি এ কথা কাকে বুঝাবেন? এগুলো অন্যায়। এই কথাগুলো কিন্তু শক্তহাতে আপনাকে বলতে হবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১