আপডেট : ০৬ June ২০১৮
ইউরেনিয়াম সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের পরমাণু চুক্তি বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতার মধ্যেই তিনি এ নির্দেশ দিলেন। এই সর্বোচ্চ নেতা পারমাণবিক শক্তি সংস্থাকে ১ লাখ ৯০ হাজার ইউরেনিয়াম অর্জন করতে বলেছেন। খবর বিবিসি ও সিএনএনের। খামেনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইরানিরা পারমাণবিক সক্ষমতা হ্রাসকরণ এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা উভয় শর্ত সহ্য করবে না। ইউরেনিয়াম সক্ষমতা বাড়ানোর এই প্রস্তুতি গতকাল মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরৌজ কামালভান্দি। পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রক্রিয়া ভালোভাবেই চলছে। প্রয়োজনে এই কাজ আরো দ্রুত করা হবে। গত ৯ মে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়। এ ছাড়া ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প শুরু থেকেই ওবামার আমলে করা এই চুক্তির বিরোধী ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন খামেনি ও ইউরোপীয় নেতারা। তবে ইউরোপীয় দেশগুলো ও চীন জানায় তারা পারমাণবিক চুক্তিতেই থাকবে। এরপর ট্রাম্প ইউরোপীয় বিভিন্ন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের আশঙ্কা, ইউরোপীয় নেতারা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপকে প্রতিহত করতে পারবে না। যার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইরানের তেল কোম্পানিগুলো। উল্লেখ্য, ইরানের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, রাশিয়া এবং চীন পারমাণবিক চুক্তিতে সম্মত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১