আপডেট : ০৬ June ২০১৮
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সরাতৈল এলাকায় বাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জীবন (২৫), মামুন (২৭), মুন্না (২৮) ও কৃষ্ণ (২৮)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ বলেন, উত্তরবঙ্গ থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি পিকআপটির যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে। স্থানীয়দের সহায়তায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক শভিক আলম জানান। আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানায় রয়েছে। নিহতদের মধ্যে পিকআপের চালক, হেলপার ও একজন যাত্রী রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১