আপডেট : ০৫ June ২০১৮
তাকে ঘিরেই যাবতীয় স্বপ্ন দেখছে একটা দেশ। তাকে ঘিরেই রণনীতি তৈরি করতে চান কোচ। তাই লিওনেল মেসিকে খুশি রাখার যাবতীয় চেষ্টা চলছে আর্জেন্টিনা শিবিরে। যে কারণে মেসির ‘দ্বিতীয় ঘর’ বার্সেলোনায় প্রস্তুতি শিবির বসেছে আর্জেন্টিনার। বার্সেলোনায় চলা শিবিরে মেসিকে দেখার পর অনেকেরই মনে হয়েছে, আর্জেন্টিনা অধিনায়ক খোশমেজাজেই আছেন। আর্জেন্টিনার প্রচারমাধ্যমের খবর, অনুশীলনেও সেরাটাই দিচ্ছেন মেসি। যেমন মেসির পা থেকে পাওয়া গিয়েছে এক দুরন্ত ফ্রি-কিক। রোববার আর্জেন্টাইন ফুটবল সংস্থার টুইট করা ভিডিওতে দেখা গেছে, মেসির ফ্রি-কিক গোলকিপারকে বোকা বানিয়ে পোস্টের কোণ ঘেঁষে জালে জড়িয়ে যাচ্ছে। অনুশীলনে দলকে দুটি ভাগে ভাগ করে খেলান আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি। প্রথম দলে ছিলেন ১৫ ফুটবলার, যারা প্রধানত ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গায় খেলেন। অন্য দলে ছিলেন তারা, যাদের ওপর আক্রমণের দায়িত্ব থাকবে। যে দলে স্বাভাবিকভাবেই ছিলেন মেসি। সঙ্গে ছিলেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো ফুটবলার। অনুশীলনের পরে আলোচনার কেন্দ্রে ছিল মেসির সেই জাদু ফ্রি-কিক। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে মারা কিক হাওয়ায় বাঁক নিয়ে গোলে ঢুকে যায়। গোলকিপার কোনো সুযোগই পাননি বাঁচানোর। বার্সেলোনার প্র্যাকটিস মাঠে চলছে আর্জেন্টিনার শিবির। যেখান থেকে ৮ জুন মেসিরা উড়ে যাবেন জেরুজালেমে, ইসরাইলের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১