আপডেট : ০৫ June ২০১৮
দেশের বাজারে উন্মোচন হয়েছে ইউমিডিজি ব্র্যান্ডের নতুন দুইটি স্মার্টফোন ‘এ ওয়ান প্রো’ ও ‘এস টু লাইট’। ফোরজি সমর্থিত এই ফোন দুটির অনলাইনে প্রিবুকিং করলেই মিলবে মূল্যছাড় ও নানা উপহার। ইউমিডিজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম ওবায়দুল্লাহ বলেন, গ্রাহকদের চাহিদার ওপর নির্ভর করে ডিভাইস দুটি বাজারে আনা হয়েছে। ফোন দুটি তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হবে। দুটি ফোনের সঙ্গেই প্রিবুকিংয়ে মিলবে টিশার্ট, ব্যাক কভার ও রিস্ট ব্যান্ড। দারাজ ডটকমে ও খিকসা ডটকমে গিয়ে প্রিঅর্ডার করা যাবে। তিনি আরো বলেন, ১১ হাজার ৪৯০ টাকা মূল্যের ইউমিডিজি এ১ প্রো ফোনটি প্রিবুকিং দিলে ১০ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাবে। আর ১৫ হাজার ৯৯০ টাকার ইউমিডিজি এস২ লাইট ফোনের প্রিবুকিং দিলে মিলবে ১৪ হাজার ৯৯০ টাকায়। ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এবং ৪ডি কার্ভ গ্লাস বডির ইউমিডিজি ‘এ ওয়ান প্রো’ ফোনে রয়েছে ১.৫ গিগাহার্টজ মিডিয়াটেক কটেক্স-এ৫৩ চিপসেটের প্রসেসর, ৩ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমোরি তবে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়িয়ে নেওয়া যাবে ২৫৬ জিবি পর্যন্ত। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৮.১ (ওরিও) চালিত এই ফোনটিতে ছবি তোলার জন্য রয়েছে ১৩ ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফাস্ট চার্জিং সুবিধাসহ ৩ হাজার ১৫০ এমএএইচ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোরজি, ব্লুটুথ, ডুয়েল সিম সুবিধা মিলবে ফোনটিতে। এদিকে ৬ ইঞ্চি ডিসপ্লের ইউমিডিজি এস টু লাইট ফোনে রয়েছে ১.৫ গিগাহার্টজ অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫০টি প্রসেসরের চিপসেট, ৪ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নুগাট ৭.০ চালিত এই ডিভাইসটিতে আছে ১৬ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১