বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৮

নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ

যুক্তরাষ্ট্রের করা প্রস্তাবে কোনো দেশই ভোট দেয়নি সংরক্ষিত ছবি


নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় কুয়েতের প্রস্তাবে ভেটো দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের বৈঠকে ভেটো পরবর্তীতে কুয়েতি প্রস্তাবকে পাশ কাটিয়ে গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের করা প্রস্তাবে কোনো দেশই ভোট দেয়নি। যুক্তরাষ্ট্র গাজায় সহিংসতার জন্য একতরফা হামাসকে দায়ী করে বলে আলজাজিরার রিপোর্টে উঠে আসে।

কুয়েতের প্রস্তাবের পক্ষে রাশিয়া ও ফ্রান্সসহ মোট ১০টি দেশ ভোট দেয়। যদিও যুক্তরাজ্য, পোল্যান্ড, নেদারল্যান্ড এবং ইথিওপিয়া ভোটদানে বিরত ছিল। কুয়েতের সর্বশেষ সংশোধিত প্রস্তাবে ‘গাজা উপত্যকাসহ দখলকৃত ফিলিস্তিনের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার’ সুপারিশ করা হয়। যদিও ভেটো দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি এমন প্রস্তাবকে ‘একপেশে’ বলে মন্তব্য করেন।

এদিকে কুয়েতি প্রস্তাবের পর যুক্তরাষ্ট্র তার প্রস্তাবে ফিলিস্তিনের ভূখণ্ডে হামাসসহ সকল সংগঠনের কার্যক্রম বন্ধের কথা বলে। ইসরাইলের সেনাবাহিনীর হাতে শতাধিক সাধারণ ফিলিস্তিনি নিহত এবং দশ হাজারের বেশি আহত হওয়ার কোনো কথাই যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে নেই। এমন প্রস্তাবে শুধু যুক্তরাষ্ট্র নিজেই ভোট দেয়। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত রাষ্ট্র একটিও এই প্রস্তাবে ভোট দেয়নি। তবে তিনটি দেশ এই প্রস্তাবে না ভোট দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১