আপডেট : ০৩ June ২০১৮
বাড়তির দিকে তুলার আন্তর্জাতিক দর। প্রতিকূল আবহাওয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশে পণ্যটির সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি রুপির মান কমে যাওয়ায় ভারতে তুলার দাম কিছুটা কম। তাই বাড়ছে দেশটির তুলা রফতানি। ভারতের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অক্টোবর ’১৭-সেপ্টেম্বর ’১৮ মৌসুমে তুলা রফতানি লক্ষ্য পুনর্বিবেচনা করেছেন বিশ্লেষক ও ব্যবসা সংস্থাগুলোর কর্মকর্তারা। তারা বলছেন, এবার ৭৫ লাখ বেল (প্রতি বেল ১৭০ কেজি) তুলা রফতানি হতে পারে, যা ২০১৩-১৪ মৌসুমের পর সর্বোচ্চ। এখন ফ্রি অব বোর্ডে (এফওবি) প্রতি পাউন্ড তুলা ৮৩ দশমিক ৭৮ সেন্টে রফতানি হচ্ছে। অন্যদিকে ইউএস বেঞ্চমার্কে একই পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে ৮৯-৯০ সেন্টে। তুলার এমন উচ্চমূল্য আগে কখনো পরিলক্ষিত হয়নি বলে জানান এক রফতানিকারক। আরো জানালেন, চলতি মৌসুমে ছত্রাকের প্রাদুর্ভাবে তুলার গুণগতমান কমে গেছে ক্ষেতে থাকাকালে। ফলে এখন তার মতো অনেকেই তুলায় তৈরি সুতা সরবরাহে বেশি গুরুত্ব দিচ্ছেন। মার্চে সুতা রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ সময় সুতা রফতানি রেকর্ড পরিমাণ বেড়ে ঠেকেছে ১৫ কোটি ৮০ লাখ কেজিতে, যা ২০১৬ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। ভারতের কৃষি সেবাদাতা প্রতিষ্ঠান এডেলওয়েসিস এগ্রি সার্ভিসেস অ্যান্ড ক্রেডিটের গবেষণাপ্রধান প্রেরণা দেশাই বলেন, চলতি মৌসুমে ভারতীয় তুলার দাম কমতির দিকে। শস্য ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবেদনগুলোর সঙ্গে আছে আন্তর্জাতিক দরবৃদ্ধি। এ অবস্থায় ভারতের তুলা রফতানিতে পড়ছে ইতিবাচক প্রভাব। চলতি মৌসুমের অক্টোবর-এপ্রিল সময়ে ভারত প্রায় ৬১ লাখ বেল তুলা রফতানি করেছে। এ হিসেবে মৌসুম শেষে তুলা রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৭০-৭৫ লাখ বেলে। আর ডলারের বিপরীতে রুপির দরপতনই ভূমিকা রাখবে তুলা রফতানি বৃদ্ধিতে। চীনে সপ্তাহ দুই আগে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় তুলা ক্ষেত। অন্যদিকে দেশটিতে পণ্যটির মজুত কমায় কমছে সরবরাহ। যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলার চাহিদা থাকে সব সময়ই। সে তুলনায় ভারতের তুলা মানসম্মত না হওয়ায় অনেক আমদানিকারক ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের পণ্যে। এ কারণে ২০১৮ সালে ভারতের শঙ্কর-৬ জাতের তুলার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের তুলার দাম ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১