বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৮

ওয়ারেন বাফেটের সঙ্গে খেতে খরচ ২৭ কোটি টাকা

ওয়ারেন বাফেটের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার এই দাম উঠেছে নিলামে ইন্টারনেট


যুক্তরাষ্ট্রের ধনকুবের ও কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সঙ্গে দুপুরের খাবার খেতে বা লাঞ্চ করতে চান? কোনো সমস্যা নেই, তবে এজন্য গুনতে হবে ৩৩ লাখ ১০০ মার্কিন ডলার (২৭ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ১৯৭ টাকা)। কারণ চলতি বছর ওয়ারেন বাফেটের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার এই দাম উঠেছে নিলামে। খবর ফিন্যান্সিয়াল টাইমস।

সানফ্রান্সিসকোর দাতব্য সংস্থা গ্লিডের সহায়তায় এই নিলামের আয়োজন হয়। গত শুক্রবার নিলামে অজ্ঞাত এক ব্যক্তি ৩৩ লাখ ডলারে কিনে নেন ওয়ারেন বাফেটের সঙ্গে একদিন দুপুরের খাবার খাওয়ার সুযোগ। নিলাম থেকে পাওয়া অর্থ গৃহহীন ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করবে গ্লিড। বাফেট ২০০০ সাল থেকে এই দাতব্য সংস্থাটির সঙ্গে কাজ করছেন। তবে এ নিয়ে মাত্র তিনবার নিলামে তার সঙ্গে খাবার খাওয়ার মূল্য উঠেছে ৩০ লাখ ডলার। এর আগে ২০১২ ও ২০১৬ সালে উঠেছিল ৩৪ লাখ ডলার। ই-বের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত এই নিলাম থেকে অর্থ এসেছে ২৯০ লাখ ডলার।

বিশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী বাফেট জনহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি তার সম্পদের ৯৯ ভাগই জনকল্যাণমূলক কাজে ব্যয়ের অঙ্গীকার করেছেন। বাফেট চান তাকে দেখে দাতব্য অর্থ সংগ্রহের কাজে অন্য ধনকুবেররাও যেন এগিয়ে আসেন। এতে দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য কিছু করা সম্ভব হবে। এবার যে ব্যক্তি নিলাম পেয়েছেন তিনি নিউইয়র্কের স্মিথ অ্যান্ড উলেনস্কাই নামের খাবারের দোকানে বাফেটের সঙ্গে দুপুরের খাবার খেতে পারবেন। এ ছাড়া তিনি আমন্ত্রণ জানাতে পারবেন আরো অন্তত সাতজনকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১