বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৮

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষের পর খাদে, নিহত ৩

সিরাজগঞ্জে দাদপুর জিআর ব্রিজের কাছে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষের পর খাদে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন সংগৃহীত ছবি


সিরাজগঞ্জের দাদপুর জিআর ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক ও কভার্ডভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে রায়গঞ্জের পাবনা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রাশিদুল, রহমান ও আলামিন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন-একই উপজেলার বরইকান্দি গ্রামের মোসলেম আলীর ছেলে সাগর আলী, বড় কুতুবপুর গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ ও আব্দুল গফুরের ছেলে মো. সোহেল।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি কভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাহন দুটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১