আপডেট : ০২ June ২০১৮
বিশ্বকাপ ফুটবলে মুহম্মদ সালাহর খেলা নিয়ে আশঙ্কার মেঘ কিছুটা কাটল। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) বৃহস্পতিবার জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারেন লিভারপুলের তারকা ফরোয়ার্ডটি। নিজের ফিটনেস সম্পর্কে ইএফএ’কে আশ্বস্ত করেছেন সালাহ। জানিয়েছেন, চিকিৎসকরা তার মাঠে ফেরার যে সম্ভাব্য সময়টা বেঁধে দিয়েছেন, তারই মধ্যে সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে বিশ্বকাপের প্রথম দিকে তার যে খেলা হবে না, সেটাও জানিয়ে দিয়েছে ইএফএ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলার সময় সের্গিও র্যামোসের সোলডার চার্জে কাঁধে চোট পান লিভারপুলের সালাহ। তারপর থেকেই শঙ্কা ছিল ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড হয়তো বিশ্বকাপে খেলতে পারবেন না। বুধবার মিসর ফুটবল দলের চিকিৎসক স্পেনে গিয়ে দেখা করেন সালাহর সঙ্গে। এই সময় তার সঙ্গে ছিলেন মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা। পরে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আবু রিদা এবং জাতীয় দলের চিকিৎসক স্পেনে সালাহর সঙ্গে দেখা করেছেন। চোটের অবস্থা নিয়ে তাদের মধ্যে বিশদ কথাবার্তা হয়। তারই ভিত্তিতে ফুটবল অ্যাসোসিয়েশন পুনরায় নিশ্চিত করছে যে, সালাহ বিশ্বকাপে মিসরীয় দলে থাকছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, তাকে তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হবে না।’ উরুগুয়ের বিপক্ষে ১৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। ১৯ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশ রাশিয়ার মুখোমুখি হবে তারা। আর সৌদি আরবের বিপক্ষে ২৫ জুন গ্রুপের শেষ ম্যাচটি খেলবে মিসর। তবে বিশ্বকাপে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে সালাহর খেলার সম্ভাবনা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১