আপডেট : ০২ June ২০১৮
আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য টেকনাফে ওয়ার্ড কাউন্সিল একরাম নিহতের ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একরাম হত্যার বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধরণের ঘটনা যদি ঘটেই থাকে, প্রমাণ হলে দোষী ব্যাক্তিদের আইন অনুযায়ী বিচার হবে। তিনি আরো বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ আইন অমান্য করেন, ইচ্ছাকৃতভাবে কিংবা প্রলুব্ধ হয়ে এই ধরণের ঘটনার ঘটিয়ে থাকে তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১