বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০১৮

ঈদবাজারে মোবাইল ফোন

প্রযুক্তির আধিপত্যে কারণে ঈদবাজারেও পড়েছে এর ব্যাপক প্রভাব


ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। একটা সময় এই আনন্দের অন্যতম কারণ ছিল পোশাকআশাক কেনাকাটার ওপর। তবে হাওয়া বদলে পালটে গেছে কেনাকাটার ধরনও। প্রযুক্তির আধিপত্যের কারণে ঈদবাজারেও পড়েছে এর ব্যাপক প্রভাব। তরুণ-তরুণীদের ঈদ বাজেটেও এখন সাজ-পোশাকের পাশাপাশি থাকছে ঈদের জন্য পুরনো ফোনটি বদলে নতুন মডেলের ও ফিচারের স্মার্টফোনসহ নানা ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিজের ঝুলিতে নেওয়া।

এদিকে ঈদ উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে স্মার্টফোন নির্মাতা ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানগুলোও নানা ধরনের অফার ও মূল্য ছাড়ের ঘোষণা দেয়। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বাজারে স্মার্টফোনের ওপর থাকা নানা ধরনের ছাড়, অফার ও নতুন স্মার্টফোন নিয়ে বাংলাদেশের খবরের আজকের আয়োজন। লিখেছেন এম. রেজাউল করিম

স্যামসাং

ঈদুল ফিতরকে সামনে রেখে বছরের সবচেয়ে আকর্ষণীয় গ্র্যান্ড ইনভাইট অফার নিয়ে এসেছে স্যামসাং। রমজান মাসজুড়ে স্যামসাংয়ের জনপ্রিয় স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার, ক্যাশব্যাক, বাই ওয়ান উইন ওয়ান, এক্সচেঞ্জ অফারে এস ৯ প্লাস কেনার সুযোগ, পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া স্মার্টফোন ঠিক করার জন্য স্যামসাং সার্ভিস ক্যাম্পেইন, স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার, হ্রাসকৃত মূল্যে নির্দিষ্ট কিছু স্মার্টফোন এবং মেগা গিফট অফার। মেগা গিফট অফারে থাকছে আকর্ষণীয় মোটরসাইকেল জেতার সুযোগ। আসুন জেনে নেওয়া যাক স্যামসাংয়ের কয়েকটি স্মার্টফোন সম্পর্কে, যেগুলো আপনার ঈদকে করে তুলবে আরো আনন্দময়-

গ্যালাক্সি জে২ ফোরজি-এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে স্যামসাংয়ের সবচেয়ে বিক্রীত স্মার্টফোন সিরিজ ‘জে২’-এর একটি সংস্করণ গ্যালাক্সি জে২ ফোরজি। ৯ হাজার ৯৯০ টাকার এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে ৪ দশমিক ৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, পেছনে ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ললিপপ ৫.১ পরিচালিত ডিভাইসটিতে আরো আছে ১ জিবি র্যাম, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

গ্যালাক্সি জে৭ নেক্সট : ১৫ হাজার ৯৯০ টাকা মূল্যের গ্যালাক্সি জে৭ নেক্সট স্মার্টফোনটি নিয়ে এসেছে স্যামসাং। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ২ জিবি র্যাম ও ৩ হাজার এমএএইচ রিমুভেবল ব্যাটারি সমৃদ্ধ গ্যালাক্সি জে৭ নেক্সট স্মার্টফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপারচারসম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২.২ অ্যাপারচারসম্পন্ন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গ্যালাক্সি জে৭ ডুও-জে৭ সিরিজে এসেছে ডুয়েল রিয়ার ক্যামেরা নিয়ে স্যামসাংয়ের নতুন সংস্করণ জে৭ ডুও। ৫.৫ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা আর সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২৭ হাজার ৯৯০ টাকার ফোনটিতে আরো আছে এক্সিনস ৭ সিরিজ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ এবং তিন হাজার এমএএইচ রিমুভেবল ব্যাটারি।

গ্যালাক্সি এ৮ প্লাস স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পানিনিধোরক ক্ষমতাসম্পন্ন গ্যালাক্সি এ৮ প্লাস। ৬ ইঞ্চির বিশাল এইচডি এসঅ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে আছে ৬ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, (২.২ গিগাহার্টজ+১.৬ গিগাহার্টজ হেক্সা) অক্টাকোর প্রসেসর ও দ্রুত চার্জিং প্রযুক্তিসহ ৩ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি। ৫৫ হাজার ৯০০ টাকা মূল্যের এই ফোনটিতে আরো আছে এফ ১.৯ অ্যাপারচারসম্পন্ন ১৬ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা ও ১.৭ অ্যাপারচারসম্পন্ন ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

গ্যালাক্সি এস৯ প্লাস-১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ডুয়েল অ্যাপারচার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে নিজেদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৯ প্লাস এনেছে স্যামসাং। ক্যামেরা স্পেশালিস্ট এই ফোন দিয়ে সুপার স্লো-মোশন ভিডিও রেকর্ড করাসহ থাকছে নানা ধরনের আকর্ষণীয় ফিচার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৮.০ (অরিও) পরিচালিত গ্যালাক্সি এস৯ প্লাসে ব্যবহার করা হয়েছে ১৪৪০পি রেজুলেশনের ৬.১ ইঞ্চির সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে। ৩ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি, ৬ জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর প্রসেসরের ফোনটির ৬৪ এবং ২৫৬ জিবি ধারণক্ষমতার দুটি আলাদা সংস্করণ পাওয়া যাচ্ছে। এটি বাংলাদেশের বাজারে উন্মোচনকালের প্রমোশনাল মূল্য ১ লাখ ৫ হাজার ৯৯০ টাকা থাকলেও বর্তমানে তা শুধু ৯০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

হুয়াওয়ে

ঈদুল ফিতরকে সামনে রেখে আকর্ষণীয় ঈদ অফার চালু করেছে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। অফারের মধ্যে রয়েছে যেকোনো স্মার্টফোন কিংবা ট্যাব ক্রয় করে ‘প্লে উইথ সাকিব’, ওয়াই সিরিজের ফোন ক্রয় করে ‘ফ্লাই টু থাই’ এবং নোভা সিরিজের ফোন ক্রয় করে নিশ্চিত ঈদ গিফট বক্স পাওয়ার সুবর্ণ সুযোগ। এ ছাড়া স্মার্টফোন কিংবা ট্যাব ক্রয় করে প্রতিদিন তিনজন ভাগ্যবান ক্রেতা পাবেন সাকিব আল হাসানের সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ। পাশাপাশি হুয়াওয়ের ওয়াই সিরিজের ডিভাইস ক্রয় করে প্রতি সপ্তাহে তিনজন সৌভাগ্যবান ক্রেতা ‘ফ্লাই টু থাই’ অফারের মাধ্যমে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। একই সঙ্গে হুয়াওয়ে নোভা সিরিজের যেকোনো ডিভাইস ক্রয় করলেই ক্রেতা সাকিব আল হাসানের স্বাক্ষর করা একটি ক্যাপ ও একটি টি-শার্ট সংবলিত ঈদ গিফট বক্স পাবেন। এ ছাড়া ফেসবুকে থাকছে ‘ঈদ শপফি কন্টেস্ট’, যেখানে বন্ধু এবং পরিবারের সঙ্গে ঈদ শপিং করার ছবি তুলে তা হুয়াওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ক্যাম্পেইন পোস্টের কমেন্ট সেকশনে আপলোড করলেই আকর্ষণীয় উপহার হিসেবে হুয়াওয়ে কালারব্যান্ড এ-টু, ইয়ারফোন এবং কার চার্জার পাওয়ার সুযোগ থাকছে। অংশগ্রহণকারীদের মাঝে থেকে প্রতিদিন তিনজনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://goo.gl/R8rpsm ঠিকানায়। আসুন জেনে নেওয়া যাক হুয়াওয়ের কয়েকটি স্মার্টফোন সম্পর্কে-

মেট টেন প্রো : হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে লাইকা লেন্সের ক্যামেরার কারণে এটি বেশ জনপ্রিয় মেট টেন প্রো। ৮৩ হাজার ৯০০ টাকা মূল্যের ডিভাইসটিতে রয়েছে অ্যাপারচার বিশিষ্ট ১২ ও ২০ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং সেলফির জন্য ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

নোভা সিরিজ : হুয়াওয়ের স্বল্প সময়ে জনপ্রিয় হওয়া হ্যান্ডসেটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নোভা সিরিজের হ্যান্ডসেটগুলো। এর মধ্যে ২৭ হাজার ৯৯০ টাকা মূল্যের হুয়াওয়ে নোভা থ্রিই’তে আছে ১৬ ও ২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং লাইট ফিউশন প্রযুক্তির ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া ২৪ হাজার ৯৯০ টাকার নোভা টুআই দেশের বাজারে হুয়াওয়ের প্রথম ফুলভিউ ডিসপ্লে এবং চার ক্যামেরার হ্যান্ডসেট। এতে ১৬ ও ২ মেগাপিক্সেলের ব্যাক এবং ফ্ল্যাশ লাইটসহ ১৩ ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ওয়াই সিরিজ : ওয়াই সিরিজের হ্যান্ডসেটগুলোর মধ্যে ১৩ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ওয়াইসিক্স প্রাইম ২০১৮। সম্প্রতি দেশের বাজারে আনা ডিভাইসটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক এবং ফ্ল্যাশ লাইটসহ আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১৫ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ব্যাক এবং ফ্ল্যাশ লাইটসমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার ওয়াইসেভেন প্রো-২০১৮। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ১২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার ওয়াইসেভেন প্রাইমের দাম ১৯ হাজার ৯৯০ টাকা। ফুলভিউ ডিসপ্লে এবং ১৩ ও ২ মেগাপিক্সেলের ব্যাক এবং ১৬ ও ২ ফ্রন্ট মেগাপিক্সেলের ক্যামেরা সংবলিত  হুয়াওয়ে ওয়াইনাইন ২০১৮ ডিভাইসটি পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৫৯০ টাকায়।

টেকনো

ভোক্তার চাহিদা পূরণ এবং ব্যবহার সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৭ সালের জুলাই থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে চীনের মোবাইল কোম্পানির প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংস লিমিটেডের মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড টেকনো। টেকনোর হ্যান্ডসেটের মধ্যে সম্প্রতি দেশের বাজারে তারা উন্মোচন করেছে নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্যামন এক্স প্রো। ২২ হাজার ৯৯০ টাকা মূল্যের ডুয়েল ইমেজ প্রসেসরসমৃদ্ধ ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ও ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার স্মার্টফোনটিতে আছে ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৩ হাজার ৭৫০ এমএএইচ ব্যাটারি। ৬ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে ডিসপ্লে গার্ড হিসেবে আছে ২.৫ ডি গ্লাস। এ ছাড়া একই সঙ্গে বাজারে এসেছে ক্যামন এক্স। ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার এই ডিভাইসটির দাম ১৭ হাজার ৯৯০ টাকা।

ক্যামন সি এক্স এয়ার : ১১ হাজার ৯৯০ টাকা মূল্যের ফোনটির সামনে এবং পেছনে উভয় পাশেই আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়েল ফ্ল্যাশ। ক্যামন সি এক্স এয়ারে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে, ২ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ফাস্ট চার্জিং ক্ষমতার ৩ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি।

ক্যামন আই : ৫.৬৫ ইঞ্চির ফুল ভিউ ইনফিনিটি ডিসপ্লের ক্যামন আই ডিভাইসটির উভয় পাশেই ১৩ মেগাপিক্সেলের লো লাইট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ন্যুগাট ৭ পরিচালিত ফোনটিতে আছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দাম ১৪ হাজার ৬৯০ টাকা।

টেকনো আই সেভেন : ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও সম্পূর্ণ মেটালিক বডির স্টাইলিশ স্মার্টফোনটিতে আছে ১.৫ গিগাহার্টজ অক্টাকোর, ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, চার জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। দাম ১৯ হাজার ৯৯০ টাকা।

ইনফিনিক্স

আসন্ন ঈদকে সামনে রেখে দেশের বাজারে নতুন দুটি হ্যান্ডসেট এনেছে ইনফিনিক্স। নতুন মডেলের ডিভাইস দুটি হলো ইনফিনিক্স হট এস-থ্রি এবং ইনফিনিক্স হট সিক্স প্রো। হট সিক্স প্রো’র মূল্য ১৩ হাজার ৯৯০ টাকা, তবে ঈদ উপলক্ষে দারাজ বাংলাদেশের স্পেশাল মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৮.১ (ওরিও) পরিচালিত ৩ জিবি র্যাম আর ৩২ জিবি রম সমৃদ্ধ হট সিক্স প্রোতে ৬ ইঞ্চি ফুল এইচডি+ ইনফিনিটি ডিসপ্লের ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ব্যাক ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর সামনে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্নাপড্রাগন ৪২৫ চিপসেটের সঙ্গে থাকছে কোয়াড কোর ১.৪ গিগাহার্টজ, অ্যাডেরনো ৩০৮ জিপিইউ, ফোরজি কানেকটিভি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডাবল ফ্ল্যাশ লাইট ও কুইক চার্জ প্রযুক্তি সংবলিত ৪ হাজার এমএএইচ ব্যাটারি। এ ছাড়া ৭ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি মোবাইল কেনার ১০০ দিনের মধ্যে ডিসপ্লে ভাঙলে তা বিনামূল্যে একবার সারিয়ে দেওয়া হবে।

সিম্ফনি

দেশীয় মোবাইল ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় এডিসন গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান সিম্ফনি। স্বল্পদামে দেশের জনগণের হাতে স্মার্টফোন তুলে দিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তার যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। চলতি বছরেও বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি। যদিও ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটি নতুন কোনো ফোন উন্মোচন না করলেও কমিয়েছে ফোরজি স্মার্টফোনের দাম।

সিম্ফনি আই সিরিজি : সিম্ফনির স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আই সিরিজ। এর মধ্যে ঈদ উপলক্ষে ১০ হাজার ৪৯০ টাকার সিম্ফনি আই ৯০-এর দাম কমিয়ে রাখা হয়েছে ৯ হাজার ৭৯০ টাকা। ফোরজি সমর্থিত ডিভাইসটিতে ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজের সঙ্গে আছে জিএসএম, টাচস্ক্রিন, ব্লটুথ, ডুয়েল-লেন্স ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ছাড়া আই ১০০ মডেলের হ্যান্ডসেটটির দাম ১০ হাজার ৭৫০ টাকা থেকে কমিয়ে ৯ হাজার ৪৯০ টাকা করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১