আপডেট : ০১ June ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের আর হারাবার কিছু নেই। বক্তৃতায় আল লাভ নেই এখন সময় রুখে দাঁড়াবার। শুক্রবার সকালে নয়াপল্টন ভাসানী ভবনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে রচিত রণধ্বনি গানের সিডির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার আটক সম্পর্কে ফখরুল বলেন, দেশনেত্রীকে যেভাবে আটক রাখা হয়েছে তা একেবারেই বেআইনী। খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। গায়ের জোরে তাকে আটক রাখা হয়েছে। এই সরকার গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করেছে। অপেক্ষার সময় শেষ। আমাদের এখন রুখে দাঁড়াতে হবে। হাইকোর্ট বেগম খালিদা জিয়ার জামিন দিয়েছে। এরপরও নানা কৌশলে মাসের পর মাসে খালেদা জিয়াকে আটক রেখেছে। উচ্চতর আদালত ছুটির কথা বলে তার রায় প্রলম্বিত করছে। এসব বললে আদালত অবমাননা হয় কিনা, হলেও কিছু যায় আসে না। হারানোর কিছু নেই। সরকারের সাথে আলোচনা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, আমরা বহুবার আলোচনা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার আমাদের কথা কানে তুলেনি। তারা বার বার বলে আসছে যে সংবিধান তারা কেটে কুটে নিয়েছে ঐ সংবিধান অনুযায়ী সব করবে। এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।
ফখরুল ইসলাম আরো বলেন, স্বাধীনতার চেতনা হত্যা করা হয়েছে। এসময় তিনি আরো বলেন, আমরা পাকিস্তানের আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করেছি, এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু তখন আজকের মতো এতো ভয়াবহ সময় ছিলো না। অত্যাচার নির্যাতনের দিক থেকে এ সরকার অতীতের সকল স্বৈরাশাসককে হার মানিয়েছে। অথচ আওয়ামী লীগ একটি পুরনো দল। তারা একসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। কিন্তু আজ তারাই গণতন্ত্র ধ্বংস করে শুধু একদলীয় নয় একব্যক্তির শাসন শুরু করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১