বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০১৮

তিন ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

গ্রেফতার ৪ যুবকের দোষ স্বীকার

তিন ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ প্রতীকী ছবি


খাগড়াছড়ির মহালছড়িতে তিন স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার ৪ যুবককে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে। আসামিরা সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আলী আহমদ খান। এর আগে ভিকটিমদের ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হয়।

গত মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইচছড়ি এলাকায় তিন স্কুলছাত্রীকে খেলার মাঠ থেকে তুলে নিয়ে পাশের জঙ্গলে পাশবিক নির্যাতন করে স্থানীয় ৪ তরুণ। এ ঘটনায় স্থানীয়রা ভিকটিমদের উদ্ধার করে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১