বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০১৮

সৌদি সেনা ঘাঁটিতে বন্দুক হামলায় বহু হতাহত

এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি ইন্টারনেট


সৌদি আরবের এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। আলজাজিরা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর আগে এক পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র নিজের দখলে নেয় বন্দুকধারীরা। এ ঘটনায় বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আহত হয়েছেন। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুজন বন্দুকধারী তাইফের ন্যাশনাল গার্ড ফ্যাসিলিটি নামের ওই সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। মক্কা থেকে ৭০ কিলোমিটার দূরে ওই ঘাঁটিটি। সৌদি সংবাদমাধ্যম সাবাকের গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে আলজাজিরা জানিয়েছে, তারা একজন পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি কেড়ে নিয়ে ঘাঁটিতে প্রবেশ করে।

সাবাককে সেনা সূত্র জানিয়েছে, ‘পুলিশের ডেপুটি সার্জেন্ট আবদুল্লাহ মাশহারি আল কুরাইশি সেনা ঘাঁটি লাগোয়া রাস্তার যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সে সময় তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। সাবাক জানিয়েছে, সেনা ঘাঁটির ওই হামলায় বহু সেনা সদস্যের পাশাপাশি হামলাকারীদের একজন আহত হয়েছে। অপর হামলাকারী পালিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বন্দুকবাজির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এখনো কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও আল-কায়েদা সেখানে সেনাবাহিনীর ওপর হামলা চালানোর হুমকি-ধমকি দিয়ে আসছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১