আপডেট : ০১ June ২০১৮
ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস গত বছর একটি মাদারবোর্ড বাজারে আনার ঘোষণা দিয়েছিল। বি২৫০ মডেলের এ মাদারবোর্ডটিতে একসঙ্গে ১৯টি পর্যন্ত গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার আরো একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং মাদারবোর্ড বাজারে আনার কথা জানিয়েছে আসুস। এইচ৩৭০ নামের এ মাদারবোর্ডটি একসঙ্গে ২০টি পর্যন্ত গ্রাফিক্স কার্ড সমর্থন করবে। আসুস জানিয়েছে, এ বছরের কমপিউটেক্স শোতে মাদারবোর্ডটি প্রদর্শন করা হবে। সেখানে সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সি মাইনিং রিগ দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। এতে যুক্ত থাকবে ১২টি রাডেওন আরএক্স৪৭০ ও ৮টি এনভিডিয়া পি১০৪ গ্রাফিক্স কার্ড। এ বছরের শেষের দিকে মাদারবোর্ডটি বাজারে আসতে পারে। তবে এর দাম কত হবে, সে বিষয়ে কিছু জানায়নি আসুস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১