আপডেট : ৩০ May ২০১৮
কারাগারে মানবেতর দিনযাপন করছেন বিএনপি বেগম খালেদা জিয়া। সেখানে তিনি শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছেন বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। কারাগার সম্পর্কে মির্জা ফখরুল ইসলামের অভিযোগ বলেন, কারাগারের পরিবেশ স্যাঁতস্যাঁতে, প্রায়ই বিদুৎ থাকে না, জেনারেটর নেই, ঘরে বাতিও জলে না, বিশুদ্ধ পানির অভাব, গুমোট আবহাওয়া ও নিয়মিত বিদ্যুৎহীনতার কারণে দেশনেত্রীর শ্বাসকষ্ট ও জ্বর লেগেই আছে। প্রায় প্রতি রাতেই তার জ্বর আসছে। মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরেও খালেদা জিয়াকে প্রথম শ্রেণির প্রাপ্য সুবিধাদি দেওয়া হচ্ছে না। স্বাভাবিক নিয়মে ডিভিশনপ্রাপ্ত বন্দিরা অনেক জিনিস নিজ খরচে নিতে পারলেও খালেদা জিয়া সেই সুযোগ পাচ্ছেন না। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর কাছে আটকে রয়েছে বলে অভিযোগ করে ফখরুল ইসলাম বলেন প্রধানমন্ত্রীকে বহুবার অনুরোধ করেও খালেদা জিয়ার জামিন ও চিকিৎসার ব্যাপারে কোনো সুরাহা হয়নি। মঙ্গলবার কারাগারে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে খালেদা জিয়াকে অত্যন্ত অসুস্থ অবস্থায় দেখেছেন। তার অসুস্থতা এমন পর্যায়ে গেছে যে, তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। অবিলম্বে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরিত করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা। খালেদা জিয়ার জামিনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, মূল মামলায় তার জামিন হয়ে গেছে। সেই জামিন ঠেকানোর জন্য সরকার সর্বোচ্চ আদালতে গেছে। সরকার একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তার জামিন আটকে দিচ্ছে। সংবাদ সম্মেলনে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১